অন্ধকারে আলোর ঝিলিক অদম্য এক মেধাবীর

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

অদম্য মেধাবী শিক্ষার্থী শ্রাবনী এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে সংকৃত মা বাবা। শ্রাবনীর চিকিৎসক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলে আক্ষেপ করে বলেন উচ্চ শিক্ষার ভর্তির অর্থ জোগার করা কঠিন হয়ে পড়েছে। কাউখালী উপজেলার কচুয়াকাঠী গ্রামের ইমারত তৈরি শ্রমিক মজনু মিয়ার সন্তান। লেখাপড়ায় ছিল খুবই মনোযোগী একদিনের জন্য স্কুলে অনুপস্থিত থাকেনি সে। খেয়ে না খেয়ে নিয়মিত স্কুলে গিয়েছে শ্রাবনী। চাইলেই মা বাবাকে ভালো খাবার দিতে পারেননি, দিতে পারেননি পোশাক। বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে শ্রাবনী প্রথম স্থান অধিকার করে। এরই মধ্যে এসএসসির ফরম ফিলাপের সময় এসে যায়। অভাবের সংসারে শ্রমিক মজনু মিয়া সন্তানের ফরম ফিলাপের টাকা জোগার করতে পারেনি। শিক্ষার্থী শ্রাবনীর চোখ মুখ ছিল বিষণ্ণতা, মা-বাবা ছিল চিন্তিত। বাবা মজনু মিয়া বিষয়টি এলাকার বিত্তশালী ও সমাজসেবক আব্দুল লতিফ খসরুকে জানালে তিনি এসএসসির ফরম বিলাপের টাকা পরিশোধ করে দেন। এছাড়াও তার সহযোগিতায় শিক্ষা উপকরণ বই-খাতা. কাগজ-কলম, পোশাক দিয়ে লেখাপাড়ার খরচ এ পর্যন্ত চালিয়ে আসছেন। শ্রাবনী উপজেলার এসবি সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। তবুও সারাক্ষণ তার চোখে মুখে হতাশার ছাপ। উচ্চ শিক্ষা নিয়ে তার ভবিষৎতে চিকিসৎক হওয়ার স্বপ্ন কী স্বপ্নই থেকে যাবে!