পটুয়াখালীতে ৬৮.৪ মি. বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার নদ-নদীর পানি বেড়েছে। শহরের পাশাপাশি জেলার বিচ্ছিন্ন চর ও দ্বীপ এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার দুপুর ১২টা পর্যন্ত) ৬৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টা এমন আবহাওয়া বিরাজ করবে। এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষরা। অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়া জোয়ার এবং বৃষ্টির কারণে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।