ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে আরো ৩০ জনের ডেঙ্গু শনাক্ত

রাজবাড়ীতে আরো ৩০ জনের ডেঙ্গু শনাক্ত

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৫৬ রোগী।

গতকাল বেলা ১১টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৫৩ জন। এর মধ্যে ৫৯৭ জন সুস্থ হয়েছে। ভর্তি হওয়া রোগীর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১৮ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, কালুখালীতে আটজন, বালিয়াকান্দিতে ১২ জন ও গোয়ালন্দে তিনজন। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটো বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জন প্রতিনিধিদের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। চিকিৎসার জন্য আমাদের কাছে পর্যাপ্ত কিট, ওষুধ ও মশারি রয়েছে।

তিনি আরো বলেন, ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড জরুরি না, জরুরি রোগীকে মশারির মধ্যে রাখা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা ও প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়ানো। সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত