ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগী

জামালপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগী

জামালপুরে প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩২ জন রোগী চিকিৎসার হাসপাতালে জন্য ভর্তি হয়েছে। বর্তমানে এ জেলায় ৫৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন নিচ্ছেন। গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। এ জেলায় ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জামালপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রযেছে ৫৩ জন রোগী ভর্তি রযেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও জেলার মাদারগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছে এবং ১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত সারা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জামালপুর জেনারেল হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য ৯৮৫টি কীট মজুত রয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে জামালপুর সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান বলেন, জামারপুর জেনারেল হাসপাতালে ২৪টি আসন রয়েছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্নার রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন পয়েন্টে বিলবোর্ড, মাইকিং ও প্রচার লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়াও বাড়ির চারপাশ পরিষ্কার রাখার জন্য জনসাধারণকে বলা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত