বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দেখতে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। গতকাল সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে বের হন। এ সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার, লাইব্রেরি পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনের একপর্যায়ে মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে প্রবেশ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে ইংরেজি বিষয়ে ক্লাস নেন ইউএনও ইফতেখার ইউনুস। ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে এবং ক্লাস করতে পেরে ষষ্ঠ শ্রেণির কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও ইফতেখার ইউনুস বলেন, কাজের অংশ হিসেবে প্রতিদিন উপজেলার কোনো না কোনো ইউনিয়নে যেতে হয়।