ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লক্ষ্মীপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হনুফা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার দিনগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় ৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বলেন, হনুফা বেগম লক্ষ্মীপুরে কোথাও চিকিৎসা নেননি। তিনি নোয়াখালীর একটি হাসপাতালে মারা গেছেন। লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে এখনো পর্যন্ত কোনো রোগী মারা যাননি। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত