ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২৪ ঘণ্টায় যমুনার পানি ২১ সেন্টিমিটার বাড়ল

২৪ ঘণ্টায় যমুনার পানি ২১ সেন্টিমিটার বাড়ল

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারি বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীতে আবারও পানি বৃদ্ধি শুরু হয়েছে। এছাড়া জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নিম্নাঞ্চলের আবাদি জমির ফসল বীজতলাসহ রোপণকৃত ধানের চারা তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূরুল আমিন বলেন, বৃষ্টির পানি দ্রুত কমে যাবে ফসলের কোনো ক্ষতি হবে না। টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এর আগে ১০ দশমিক ৭০ সেন্টিমিটার ছিল, যা এখনো বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত