ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

ফেনীতে ডেঙ্গু রোগীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পৌরসভার হিসাবরক্ষক মিজানুর রহমান মারা গেছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা এটি। এ জেলায় চলতি মাসে ডেঙ্গু শনাক্তের হার ৬০ শতাংশের বেশি বেড়েছে। গত সোমবার দুপুরে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিজান সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ডা. কবির আহমদের ছেলে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ফেনীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্তের পর চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ৬০ শতাংশের বেশি। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষসহ শিশুরাও রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত