ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

বগুড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

দুই দিনের বৃষ্টিতে বগুড়ায় শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া এই বৃষ্টিপাত গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বগুড়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মৌসুমি বায়ুর প্রভাবে এবং নিম্নচাপ থাকায় টানা বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিন বুধ (আজ) ও বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে। টানা বৃষ্টিতে বগুড়া শহরের শেরপুর সড়কের প্রবেশমুখ, পার্ক রোড, টেম্পল রোড, থানা মোড় খেকে দত্তবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শেরপুর সড়কের সংযোগ রাস্তা, ১ নম্বর রেলঘুমটি থেকে চকযাদু সড়ক, মালগুদাম লেন, বৌ-বাজার, সেউজগাড়ি, জামিলনগর, জহুরুলনগর, কলোনি, মফিজপাগলার মোড়, কৈগাড়িসহ শহরের অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বগুড়া শহরের বৌ বাজার এলাকার বাসিন্দা সালাম উদ্দিন বলেন, গত সোমবার ভোর থেকে অবিরাম বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত