ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় বেকারিকে জরিমানা

নওগাঁয় বেকারিকে জরিমানা

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর রং মেশানোসহ বিভিন্ন অভিযোগে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় ইফাত বেকারিতে এ অভিযান চালানো হয়। এ সময় বেকারির মালিককে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ। তিনি জানান, দুপুরে ওই বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও খাবারে ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া যেসব বেকারি পণ্য প্যাকেটজাত করা হচ্ছে সেসব পণ্যর প্যাকেটে কোনো তারিখ ছিল না। খাবারে মাছি পড়েছিল। এসব অপরাধে ওই বেকারির মালিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্কও করা হয়। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত