ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারি বর্ষণে নাজিরপুরে সড়কে ধস

চলাচলে ভোগান্তি
ভারি বর্ষণে নাজিরপুরে সড়কে ধস

কয়েক দিনের ভারি বর্ষণে পিরোজপুরের নাজিরপুরে ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী বন্দর হতে আধাঝুড়ি সংযোগ সড়কটিতে কিছু কিছু জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় জনধারণের চলাচলে চরম ভোগান্তি শুরু হয়েছে। এলাকাবাসী জানান, রাস্তাটি দিয়ে পিরোজপুর জেলার শিকদারমল্লিক পাচপাড়া, গনকপাড়া, জুসখোলাসহ নাজিরপুর উপজেলার পাজরাপাড়া, নৈলতলা, খেজুরতলা, চরখোলা, জয়পুর, শ্রীরামাকাঠী, ভীমকাঠী এলাকার হাজার হাজার মানুষ এ রাস্তা থেকে যাতায়াত করেন। শ্রীরামকাঠী বন্দরের কালিগঙ্গা নদী হতে বলেশ্বর নদী পর্যন্ত সংযোগ খালের তীরবর্তী রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। এ রাস্তার পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে চলাচল করে। রয়েছে কমিউনিটি ক্লিনিক, শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর কলেজ, নাজিরপুর সরকারি বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয়, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদেরও চলাচলের একমাত্র অবলম্বন এ রাস্তাটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত