ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভেন্ডাবাড়ীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবি

ভেন্ডাবাড়ীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবি

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী মহিলা কলেজ ও ভেন্ডাবাড়ী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ভেন্ডাবাড়ীতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ভেন্ডাবাড়ীস্থ চারমাথায় সড়ক অবরোধ করে এলাকাবাসী, অবিভাবক ও চলতি সনের এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, সাবেক চেয়ারম্যান দেলদার হোসেন, রবিউল ইসলাম, আ’লীগ নেতা বাবলু মিয়া, মিজানুর রহমান, জাপা নেতা রফিকুল ইসলাম, ঠিকাদার ও অবিভাবক রাশেদুল ইসলাম, পরীক্ষার্থীনী জেনিয়া আক্তার নিপা ও ব্যাবসায়ী মাসুদ মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১১ বছর ধরে ভেন্ডাবাড়ী মহিলা ও ভেন্ডাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ভেন্ডাবাড়ীর পৃথক দুটি কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছে। অথচ এবারে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ কলেজ দুইটির পরীক্ষা কেন্দ্র ভেন্ডাবাড়ী থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ কেন্দ্রে নির্ধারণ করছেন। এতে এলাকার তিন শতাধিক শিক্ষার্থী ও অবিভাবক উদ্ধিগ্ন হয়ে পড়েছে। ভেন্ডাবাড়ীতে পৃথক দুটি কেন্দ্র থাকা সত্ত্বেও এই কলেজ দুটির কেন্দ্র কেন খালাশপীর নির্ধারণ করা হয়েছে, তা তাদের বোধগম্য নয়। মানববন্ধনে উল্লেখিত কলেজ দুটি পরীক্ষা কেন্দ্র ভেন্ডাবাড়ীতেই রাখার দাবি জানান হয়। অন্যথায় দাবি পূরণে জোড়ালো আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানানো হয়। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ নুরুন্নবী মিয়া রাজু গণমাধ্যমকে বলেন, আমিও চাই ভেন্ডাবাড়ীর কলেজ দুটির পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ভেন্ডাবাড়ীস্থ পরীক্ষা কেন্দ্রে আগের মতো এইচএসসি পরীক্ষা দেয়ার সুযোগ অব্যাহত থাক। আমার কলেজের বিষয়টি শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভেন্ডাবাড়ীস্থ কলেজ দুটির এইচএসসি পরীক্ষার্থীদের খালাশপীর কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে অনেকটাই দুর্ভোগে পড়বেন। এছাড়া সময় ব্যয় দুটোই বাড়বে। তাই বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের বিবেচনায় নেয়া উচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত