ঠাকুরগাঁওয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

আদিবাসী জনগোষ্ঠীর কবরস্থান, ঘরবাড়ি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুবিধাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।

গতকাল দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গোবিন্দন রে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন আদিবাসী উপদেষ্টা অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, আবু তোরাব মানিক, এটিএম সামসুজ্জো, আদিবাসী নেতা দুলাল তীর্গা, জ্যাকোপ কালকো, জেসমিন এক্কা, ঢেনা মরমূ ও অন্যরা।

এরপর আদিবাসী জনগোষ্ঠীর কবরস্থান, ঘরবাড়ি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুবিধাসহ ৯ দফা দাবি উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।