ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরগুনায় ধর্ষণ মামলার বাদীকে হুমকির অভিযোগ

বরগুনায় ধর্ষণ মামলার বাদীকে হুমকির অভিযোগ

বরগুনার আমতলীতে ধর্ষণ মামলার বাদী ও তার পরিবারকে হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে বরগুনা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন ও বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী মো. নিজাম মোল্লা। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মামলার বাদী নিজাম মোল্লা বলেন, গত ২৭ জুন সন্ধ্যা ৭টার দিকে আমার অষ্টম শ্রেণিতে পড়ুয়া নাবালিকা মেয়ে পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় পাশের বাড়ির বখাটে মো. সাগর ওরফে মহিবুল্লাহ্ তার সহযোগীদের নিয়ে একটি মোটরসাইকেলযোগে মেয়েকে তুলে নিয়ে যায়। এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধ্যান পাইনি। পরের দিন সকালে বাড়ির সামনের রাস্তার ওপর মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই এবং তাকে উদ্ধার করে প্রথমে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার মেয়ে বিষপান করেছে। এরপর পটুয়াখালী ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মেয়ে সুস্থ হয়। তারপর মেয়ের কাছ থেকে শুনতে পারি, আসামি সাগর ওরফে মহিবুল্লাহ্ তার সহযোগিদের নিয়ে তাকে অপহরণ করে গভীর রাতে ধর্ষণ করে। এ সময় মেয়ে অসুস্থ হয়ে পানি পান করতে চাইলে, বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে আসামিরা কোমলপানীয় কিছুর সাথে আমার মেয়েকে বিষ পান করায়। এরপর মোটরসাইকেলযোগে বাড়ির সামনে ফেলে রেখে যায়। এ ঘটনায় গত ৬ জুলাই বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমি বাদী মামলার দায়ের করি। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) প্রেরণ করেছেন। এদিকে মামলা করার পর আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি আমার মেয়েকে বিদ্যালয় যেতে দিচ্ছে না এবং আমাকেও রাস্তায় চলাচল করতে বাধা সৃষ্টি করছে। তারা মামলা প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছে। তাই এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছি। এ বিষয়ে জানতে আসামি সাগর ওরফে মহিবুল্লাহর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশির আহমেদ এ ব্যাপারে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা মামলাটি তদন্ত করছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষে আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করা হবে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বলেন, নিজাম মোল্লাকে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা তাকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি। তিনি সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত