ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু

স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আহাম্মদ আলী (৪০) নামে এক গাড়িচালক বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী জোসনা বেগম (৩৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গতকাল বিকালে ৩টার দিকে উপজেলার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে। এতে আহত হয়েছেন আহাম্মদ আলী। স্বজনরা জানান, ওই সময় মোটরগাড়ি চালক মোহাম্মদ আলী তার ঘরের চাল মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তেমন কোনো সাবধানতা অবলম্বন করা হয়নি। কিন্তু কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সাথে টিনের সংস্পর্ষে টিনসহ বিদ্যুতায়িত হন তিনি। দেখতে পেয়ে পাশে থাকা তার স্ত্রী জোসনা তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। স্বজনরা স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) ৫নং ওয়ার্ডের সদস্য মোমতাজ আলী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে সবাইকে সাবধান থাকা দরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত