ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্যামনগরে সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ

শ্যামনগরে সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ

উপজেলার কালিগঞ্জ-মুন্সীগঞ্জ-ভেটখালী সড়কের দুইপাশের সরকারি জমি দখল করে ভবন ও দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছে প্রভাবশালীরা। ফলে রাস্তা হচ্ছে সঙ্কুচিত, বাড়ছে দুর্ঘটনাও। এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, কালিগঞ্জ থেকে মুন্সীগঞ্জ ভেটখালী রাস্তার দুইপাশ দখল করে দোকানঘর নির্মাণ করে অগ্রিম টাকা নিয়ে ভাড়া দেওয়া হচ্ছে। এ কারণে রাস্তা সঙ্কুচিত হয়ে যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ।

বিশেষ করে শ্যামনগর চৌরাস্তা থেকে মহসীন কলেজ পর্যন্ত অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার দুইধারে ফলের দোকান, ঘড়ির দোকান, রড-সিমেন্টের দোকান, গ্যারেজ, হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকানসহ নানা ধরনের দোকানের কারণে রাস্তা সঙ্কুচিত হয়ে গেছে, ফলে গাড়ি চলতে নানা সময় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে এসব অবৈধ দোকানঘর উচ্ছেদের দাবি উঠেছে সব মহল থেকে। বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন অবৈধ স্থপনা, উচ্ছেদ করে দুর্ঘটনা এড়ানোর জন্য সভা-সমাবেশ করলেও কোনো কাজে আসছে না। দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর জনসংখ্যাও অন্য উপজেলার চেয়ে বেশি। এছাড়াও রয়েছে সুন্দরবন বিভাগের রেঞ্জ হেডকোয়ার্টার, বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়ার্টার। তাছাড়া প্রতিদিন সুন্দরবনে আসছে হাজার হাজার পর্যটক। অভিযোগ রয়েছে সড়ক ও জনপথ বিভাগের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে অবৈধ স্থাপনা তৈরি করছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তার সঙ্গে কথা বললে, তিনি বলেন অভিযোগ সত্য নয়। তারা সুযোগ বুঝে দখল করে স্থাপনা তৈরি করছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতার হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান দিচ্ছি এবং জরিমানা করছি, তারপরও সুযোগ বুঝে রাতে অবৈধ স্থাপনা গড়ে তুলছে অবৈধ দখলদাররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত