মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

আহত চার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিবাড়ি নামক স্থানে গতকাল সকাল আনুমানিক সাড়ে ৬টার সময় একটি ঢেউটিনবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুরের হাটের লোকজনকে চাঁপা দিলে ঘটনাস্থলেই এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দিনমজুরের নাম ফজলু মুন্সি (৪৫), সে মৃত জালাল মুন্সীর ছেলে। বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার চাউলিয়া গ্রামে। অন্য আহতরা হলো ইউছুফ বিশ্বাস, আশরাফ, শোয়েব ও মজিবর। আহতের মধ্যে মজিবরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের বাড়ি মধুখালী উপজেলার বিভিন্ন গ্রামে। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করেছে। ঘটানস্থলে মধুখালী থানা ও করিমপুর হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ এবং ট্রাকটিকে তাদের হেফাজতে নিয়েছে। স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার মাঝিবাড়ি দিনমজুরের হাটের ওপর চট্টগ্রাম থেকে ঝিনাইদহগামী ঢেউটিনবোঝাই ট্রাকটি হঠ্যাৎ করে হাটের লোকজনের ওপর উঠিয়ে জনতাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই এক দিনমজুর নিহত হয় এবং আরো চারজন আহত হয়।