ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ আটক

ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে ডিবি পরিচয়ে ফলের দোকানদারকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে টাকা নেয়ার সময় আব্দুল মজিদ (৩৭) নামে এক ব্যক্তিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার বিকালে ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফলের দোকানদার কাউসার পারভেজ (৩৫) বাদী হয়ে রাতেই ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ বগুড়া জেলার কাহালু উপজেলার ছোট পিঁপড়া গ্রামের তছলিম উদ্দিন সাকিদারের ছেলে। ভুক্তভোগী দোকানদার ও মামলার বাদী কাউসার পারভেজ জানান, রাণীগঞ্জ মসজিদের সামনে তার ফলের দোকান আছে। গত বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ তার দোকানে আসে এবং তার দোকান থেকে এনার্জি ড্রিংক ক্রয় করেন। কিছুক্ষণ পর তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকানদারকে বলেন, এনার্জি ড্রিংক বিক্রির কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তার কাছে। এরপর দোকানদার কোনো কিছু বলার আগেই প্রতারক দোকানদারকে সেখান থেকে নেমে আসতে বলেন। দোকানদারকে হ্যান্ডকাফ লাগিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কথা বলে সে। এক পর্যায়ে ওই প্রতারক দোকানদারকে নানা ভয়ভীতি দেখিয়ে তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। এতে আতঙ্কিত হয়ে দোকানদার তার দোকানে থাকা ২ হাজার টাকা ভুয়া ডিবি আব্দুল মজিদকে দিয়ে দেন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ মূলত একজন প্রতারক। তিনি সরকারি কোনো কর্মচারী বা ডিবি পুলিশের সদস্য না হয়েও, মিথ্যা পরিচয় দিয়ে অপকর্ম করছিল। স্থানীয়রা তাকে আটকের পর সামান্য মারপিট করেছে। আমরা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। গ্রেপ্তারকৃত প্রতারককে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত