ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৫ লাখ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস

৫ লাখ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস

পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে তা পুড়িয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারে অভিযান চালিয়ে ১৭০ টি অবৈধ চায়না দুয়ারি জালসহ ‘কুরিয়ার সার্ভিস ২৪ লিমিটেড’-এর গাড়ি আটক করা হয়। গাড়িটি ডেমরা থেকে অবৈধ জাল নিয়ে ঢাকার উদ্যেশে যাচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন ব্যবসায়ীকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। কুরিয়ারের গাড়ি জব্দ করে থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত