ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

উপকূলীয় জেলা ভোলায় ডেঙ্গু রোগের সংক্রমণ বাড়ছে।

আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।

এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। হাসপাতালগুলোয় উপচে পড়া রোগীর ভিড়ে অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করেই বাড়তে থাকা ডেঙ্গু সংক্রমণ নিয়ে চরম আতঙ্কে ভোলার রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিতে গিয়ে যথেষ্ট বেগ পাচ্ছেন।

গতকাল দুপুরে ২৫০ শয্যার ভোলা জেনারেল হাসপাতালে এমন চিত্র দেখা গেছে।

ডেঙ্গু সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় নারী মেডিসিন ওয়ার্ডে ১৯ জন ও পুরুষ ওয়ার্ডে ২২ জনকে ভর্তি হতে দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত শিশুরাও রয়েছে।

ভোলার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম বলেন, আমাদের কিট সরবরাহ রয়েছে, ডেঙ্গু পরীক্ষাও চলছে। প্রয়োজনে আরো কিট আনা হবে।