ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুমকিতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

দুমকিতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

পটুয়াখালীর দুমকিতে কালের বিবর্তণে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা। আগেকার দিনে গ্রামের প্রতিটি হাট-বাজার, গুরুত্বপূর্ণ স্থানে এমনকি বাড়ির আঙিনায়ও এ জনপ্রিয় খেলাটি খেলতে দেখা যেত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সিদেরও হাডুডু খেলতে দেখা যেত। সময় অসময় শিশু, কিশোর, যুবকদের একটু ফাঁক পেলেই আসর জমিয়ে খেলত। রাখালীরা গরু-মহিষ মাঠে ছেড়ে দিয়ে দুপুর-বিকালে সবাই জড়ো হয়ে হাডুডু খেলায় মেতে উঠত। আবার গ্রামের হাট-বাজারে, ইউনিয়ন ও থানা অথবা মহকুমা পর্যায়ে বড় বড় হাডুডু খেলার আসর জমতে দেখা যেত। বায়না করে নামিদামি খেলোয়াড়দের হায়ার করে আনা হতো দূর-দূরান্ত থেকে। রেফারিদেরও কদর ছিল অনেক। খেলা দেখতে বিভিন্ন এলাকার মানুষের ঢল নামত। আগেকার দিনে দুমকি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সারা বছরজুড়ে এ খেলা দেখা গেলেও বর্তমানে দেখা যায় না। উপজেলার তালতলী যুবসমাজের আয়োজনে সম্প্রতি এ খেলার আয়োজন করা হয়। মুরাদিয়া ইউনিয়নের কলবাড়ি বাজার ও তালুকদার বাজারের যুবকদের মাঝেমধ্যে এক সময়ের জনপ্রিয় হাডুডু খেলা খেলতে দেখা যায়। এলাকার বৃদ্ধবয়সিরা জানান, বর্তমানে ফুটবল, ক্রিকেট খেলা জাতীয় পর্যায় সরকার পৃষ্ঠপোষকতার কারণে এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা বিলুপ্তির পথে। এ খেলাটির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত