ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সচেতন হওয়ার পরামর্শ
সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সাতক্ষীরায় প্রতিদিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় আড়াই শতাধিক রোগী। হাসপাতালে ভর্তি হওয়ায় ৯০ শতাংশ রোগীর অধিকাংশই ঢাকা থেকে আসায় জেলায় সাধারণ মানুষের মধ্যে বেড়েছে আতঙ্ক। প্রথমবারের মতো জেলায় ডেঙ্গু আক্রান্ত একজন নারী রোগী মারা যাওয়ায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হঠাৎ করেই সাতক্ষীরার সরকারি হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

জ্বর, মাথাব্যথা আর বমি বমি ভাব নিয়ে ভর্তি হওয়া এসব রোগীরা অধিকাংশ এসেছে ঢাকা থেকে। যদিও ডেঙ্গু রোগীর এ অতিরিক্ত চাপ সামাল দিতে জেলার সরকারি হাসপাতালগুলোতে খোলা হয়েছে আলাদা ইউনিট। এদিকে হাসপাতালের ভেতরে ময়লা-আবর্জনা পরিষ্কার না করার মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে অভিযোগ রোগী ও স্বজনদের। জেলায় এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনের ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৭ জন। এর মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে একজন ও মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনসহ বিভিন্ন সরকারি-বেরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ৩৫ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৭৬ জন আর রেফার্ড করা হয়েছে ১৫ জনকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত