ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেচ পাম্পে বিদ্যুৎসংযোগ দেয়ার অভিযোগ

সেচ পাম্পে বিদ্যুৎসংযোগ দেয়ার অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ি গ্রামের বিদ্যুৎচালিত সেচ পাম্প মালিক সানোয়ার হোসেনের বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও তাকে বিদ্যুৎ সংযোগ না দিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্তৃক অবৈধ লাইসেন্সধারীকে বিদ্যুৎসংযোগ দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন। দীর্ঘদিন থেকে সেচ গ্রাহকদের ইরি, বোরো আবাদের জমিতে সেচ দিয়ে আসছিল। কিন্তু রহস্যজনক কারণে পল্লী বিদ্যুতের অসাধু কর্মকর্তা কর্তৃক বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমতাবস্থায় তার সেচ গ্রাহকদের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। অন্যদিকে একই গ্রামের অবৈধ বিদ্যুৎচালিত সেচ পাম্প মালিক মাহবুর রহমানকে বিদ্যুৎ সংযোগ দেয়। এ ব্যাপারে সানোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করলে এর পরিপ্রেক্ষিতে ৩০-৩-২০২৩ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি মো. ফারুক সুফিয়ান মৃত আব্দুস কদ্দুসের ছেলে অবৈধ লাইসেন্সধারী মাহবুর রহমানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেও পল্লী বিদ্যুতের বোনারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার অদ্যবদি মাহবুবরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি। এ নিয়ে সেচ গ্রাহকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত