ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্যামনগরে রাস্তায় মরাগাছ

আতঙ্কে পথচারী
শ্যামনগরে রাস্তায় মরাগাছ

শ্যামনগর উপজেলার কাশিাড়ী, মুন্সীগঞ্জ, নুরনগর, ভুরুলিয়া, নওয়াবেকী,

ভেটখালী রাস্তার দুইপাশ দিয়ে শত শত মরাগাছ যার অনেক গাছই শুকিয়ে বা পচে গেছে। যে কারণে ভেঙে পড়ছে যখন তখন ডাল। ফলে পথিকরা চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা রয়েছে মহাবিপাকে। চলাচলের সময় শুকনো ডাল ভেঙে পড়ে আহত হয়েছে অনেকে। গোবিন্দপুর কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রহমান জানান, গত ১৩ জুলাই সাইকেল নিয়ে কলেজে যাওয়ার সময় শংকরকাটি রাস্তায় হঠাৎ ডাল ভেঙে পড়ে দুই বন্ধু জখম হয়। কাশিমাড়ী গ্রামের মাছ ব্যবসায়ী রফিকুল জানান, সোনার মোড় থেকে মাছ কিনে সাইকেলে যাওয়ার সময় দেওয়াল এলাকায় যাওয়া মাত্রই ডাল ভেঙে পড়ে মারাত্মক জখম হয় এবং তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকতে হয়। নুরগরগামী ভ্যানচালক রহমান জানান, গত ২ আগস্ট ভ্যানে প্যাচেঞ্জার নিয়ে যাওয়ার সময় যাদবপুর এলাকায় গেলে ডাল ভেঙে পড়ে জখম হয় দুই প্যাচেঞ্জার।

কাশিমাড়ী ইউপি সদস্য জামিরুল আলম বাবলু জানান, এভাবে বারবার দুর্ঘটনা হওয়ায় প্রশাসনকে জানিয়ে কোনো ফল না পেয়ে এলাকার ছেলেরা একটি শুকনো গাছ কেটে ফেললে জেলা পরিষদ তাদের বিরুদ্ধে মামলা করে সে মামলায় তারা এখন ভুগছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত