ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভাড়াটিয়ার হামলায় মালিকসহ আহত ১০

ভাড়াটিয়ার হামলায় মালিকসহ আহত ১০

মোংলায় ভাড়াটিয়ার হামলায় বাড়ির মালিকসহ অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় গুরুতর জখম পাঁচজনসহ ১৩ জনকে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে পুলিশ আটক করেছেন। এর মধ্যে একজন স্কুল শিক্ষিকাও রয়েছেন। গত শুক্রবার পৌর শহরের জয়বাংলা এলাকায় এ হামলার ঘটনায় গতকাল শনিবার দুপুরে আমড়াতলা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন প্রকৃত বাড়ির মালিক সাইফুজ্জামান প্রিন্সের ছোট ভাই টিপু হাওলাদার। টিপু হাওলাদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ২০১৫ সালে পৌর শহরের জয়বাংলা এলাকার মজনিয়ার শেখ ও অহিদুলের কাছ থেকে তার বড় ভাই সাইফুজ্জামান প্রিন্স ৩৫ দশমিক ৫৩ শতক জমি ক্রয় করে বাড়ি করেন। এরপর থেকে পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন তিনি। এরপর গত কয়েক বছর আগে স্থানীয় সোহেল ও ফাতেমা দম্পতির কাছে বাড়িটি ভাড়া দিয়ে তারা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা গ্রামের বাড়িতে চলে যান। ভাড়া থাকার সুযোগে ওই বাড়ির জাল কাগজপত্র তৈরি করে একটি দলিল করেন ভাড়াটিয়া সোহেল ও ফাতেমা। এছাড়া গত প্রায় দেড় বছর ধরে ভাড়ার টাকাও পরিশোধ করছিলেন না তারা। ভাড়ার বকেয়া টাকার জন্য ও জাল দলিলের বিষয়ে জানতে পেরে গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে গেলে ভাড়াটিয়া সোহেল-ফাতেমা গং তাদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাড়ির মালিক সাইফুজ্জামান প্রিন্স (৪৫) ও নিকটাত্মীয় সোবাহান চৌকিদার (৩৮), রাসেল ফকির (২৭), সুমি আক্তার (২২), সবুজ (২০), রাসেল শেখ (২০), মিজান শিকদার (৩৫), তৈয়বর শেখ (৫০), শরিফুল শেখ (২২) ও টিপু হাওলাদার (৩৫) গুরুতর আহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত