প্রান্তিক জনপদে চক্ষুশিবির

বিনামূল্যে চিকিৎসা পেলেন রোগীরা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত অঞ্চলের দারিদ্র্যপীড়িত চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে রংপুরের রোটারি ক্লাবের উদ্যোগে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক টি এস্টেট স্থানে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তারেক হোসেন। এ সময় চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে প্রায় ৫ শতাধিক চক্ষুরোগীর রোগ শনাক্ত করা হয়। দ্বীপ আই কেয়ার ফাউন্ডশনের চক্ষু বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এ চিকিৎসা এ এলাকায় দরিদ্র শ্রেণির মানুষের অনেকটা সহায়ক হবে বলে জানিয়েছেন উপকারভোগীসহ সচেতন নাগরিকরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক হোসেন বলেন, উত্তরের সীমান্তবর্তী উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নে অসহায়-দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিতে এগিয়ে আসায় রংপুর রোটারি ক্লাবের সহযোগিতা এ অঞ্চলের মানুষ আজীবন মনে রাখবে। এ ধরনের মানবিক সেবাগুলো যেন আয়োজন করে মানুষের উপকার করা হয়। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সভাপতির বক্তব্যে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সফি উদ্দীন আহমেদ বলেন, সারা বছরই এ ধরনের জনসেবামূলক প্রোগ্রাম করে থাকি। প্রান্তিক জনপদে যারা অর্থ খরচ করে চোখের চিকিৎসা করাতে পারে না, আমরা এ ধরনের মানুষদের পাশে সব সময় থাকতে চাই। আমরা ধন্যবাদ জানাই দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের চক্ষু বিশেষজ্ঞদের। তারা আমাদের ডাকে এ অঞ্চলে এসে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা করে যেসব রোগীর ছানি অপারেশন করছেন। এসব রোগীদের বিনা খরচে রংপুরে নিয়ে গিয়ে ছানি অপারেশন করার সব ব্যবস্থা গ্রহণ করব।