ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর বীজ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর বীজ বিতরণ

ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪৬ জন কৃষক-কৃষানির মাঝে সবজির বীজ, নেট, দড়ি ও সাইনবোর্ড বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার জহির রায়হান, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক ও উপজেলার গোপালপুর গ্রামের কৃষক আলমাস আলী, উপ-সহকারী কৃষি অফিসার জাহিদ হোসেন হিরোক। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার বলেন, মাত্র ১ দশমিক ৫ শতক জমিতে ৫টি বেড করে বিভিন্ন সবজির আবাদ করলে সাড়া বছর সবজির চাহিদা পূরণ করে পারিবারিক পুষ্টি মেটাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত