হাতীবান্ধায় জিআইএস উপকেন্দ্র উদ্বোধন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেছেন, ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বড়খাতা ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে। লোডশেডিং সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করা হয়েছে। গতকাল সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় নেসকো পিএলসির আওতায় জিআইএস উপকেন্দ্র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, নেসকোর হাতীবান্ধা নির্বাহী প্রকৌশলী দেব কুমার সরকার রাজীব, ওসি শাহা আলম, ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।