গড়াই নদে জালে উঠে এলো বিষধর রাসেল ভাইপার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে জেলের জালে ধরা পড়েছে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে এক জেলের মাছ ধরার জালে বিষধর সাপটি ধরা পড়ে। এলাকাবাসী বিবিসিএফ কুষ্টিয়া টিম ও বন বিভাগে খবর দিলে জেলের মাছ ধরার ফাঁদ (দোয়াড়) থেকে বিবিসিএফ কুষ্টিয়া টিম সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয়। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সভাপতি ও ‘মানুষ মানুষের জন্য’ কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, শনিবার দুপুরের দিকে তাদের কাছে খবর আসে কুমারখালীর কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে স্থানীয় এক জেলের মাছ ধরার ফাঁদে (দোয়াড়) একটি সাপ আটকে আছে। এমন খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং সাপটিকে উদ্ধার করি।

উদ্ধারের পরে সাপটিকে দেখে নিশ্চিত হওয়া গেছে এটা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) জাতের। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।