বগুড়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শহরের শেরুয়া বটতলা বাজারস্থ মৎস্য বীজ উৎপাদন খামার প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, মাছের উৎপাদন বাড়াতে পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ র্কাযক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলার সাতটি প্রতিষ্ঠানের জলাশয়সহ নদী-খাল, বিলে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ৩৩৮.৯৯ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।