ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বড়পুকুরি কয়লা খনি প্রকল্পে ১৬ লাখ টাকার চেক প্রদান

বড়পুকুরি কয়লা খনি প্রকল্পে ১৬ লাখ টাকার চেক প্রদান

প্রতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ দুটি উপজেলা পার্বতীপুর ও ফুলবাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানে ১৬ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করেছে। গত রোববার বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির অফিসার্স ক্লাব মনমেলার সভাকক্ষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খনির মহাব্যবস্থাপক (প্লানিং অ্যান্ড এক্সপ্লোরেশন) এটিএম নূর-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার, পার্বতীপুর পৌর মেয়র মো. আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মোহাম্মদ জাফর সাদিক, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব বেগম উম্মে তাজমেরী সেলিনা আখতার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ সানা উল্লাহ ও মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গোপাল চন্দ্র সাহা প্রমুখ। পার্বতীপুর উপজেলার ২৭ মসজিদ, মাদ্রাসা ছয়টি, কবরস্থান-ঈদগাহ মাঠ উন্নয়ন দুটি, স্কুল-কলেজ ও সামাজিক প্রতিষ্ঠান চারটি ও বিভিন্ন ব্যক্তির চিকিৎসার ব্যয় নির্বাহে ছয় ব্যক্তি এবং ফুলবাড়ী উপজেলার ১৪টি মসজিদ, মাদ্রাসা ৯টি, মন্দির দুটি এবং স্কুল-কলেজ ও একটি সামাজিক প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৭০ হাজার টাকার চেক দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত