ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দরবেশের হাট পাবলিক কলেজে বিদায় সংবর্ধনা

দরবেশের হাট পাবলিক কলেজে বিদায় সংবর্ধনা

জেলার অন্যতম সেরা কলেজ দরবেশের হাট পাবলিক কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়ার মাহফিল ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আজগর আলী। কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা সংবর্ধিত নাহিদা আক্তার তানিয়া ও সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দরবেশের হাট পাবলিক কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি। কলেজের প্রভাষক জাবিরুল হাসান ও সাফিয়া আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র একাউন্টস অফিসার জালাল আহমেদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামাল হোসেন ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা প্রমুখ। এ সময় স্থানীয় বিশিষ্টজনরা এবং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়েছে। এছাড়াও দাগনভূঞা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়াকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে এবং কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত