ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে মৌসুমি খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর মেয়ে। এ ঘটনায় নিহত গৃহবধূর চাচা বাদী হয়ে গত ১৩ আগস্ট ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ৪ বছর আগে পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশিক (২৭)-এর সঙ্গে বিয়ে হয় মৌসুমির। মেয়ের সুখের কথা চিন্তা করে বাবা মনছুর আলী বিয়ের সময় জামাইকে এক লাখ টাকা যৌতুক দেন। কিন্তু জামাই রাশেদুল ইসলাম তার বাবা-মার পরামর্শে বাবার বাড়ি থেকে আরো টাকা আনার জন্য মৌসুমির ওপর চাপ প্রয়োগ করতে থাকে। মৌসুমি এতে অস্বীকৃতি জানালে তার ওপর চলে মারধরসহ নির্যাতন। গত ৮ আগস্ট কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদুল মৌসুমিকে বেদম মারপিট করেন। পরে খবর পেয়ে মৌসুমির নানা জাহেদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার পর ১১ আগস্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১২ আগস্ট আবারও তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে মৃত্যু হয় মৌসুমির। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, নিহত মৌসুমির চাচা নাসির আলী বাদী হয়ে স্বামী রাশেদুল ইসলাম আশিক, শ্বশুর তাজুল ইসলাম ও শাশুড়ি রশিদা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।