ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে ১০ হাজার লোকের ভূরেুভোজে দোয়ার আয়োজন

ধামরাইয়ে ১০ হাজার লোকের ভূরেুভোজে দোয়ার আয়োজন

ঢাকার ধামরাইয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ৪৮তম শাহাদাতবার্ষিকী উদযাপন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার সময় কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুশুরা ঢালিপাড়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০ হাজার লোকের ভুঁড়িভোজের মধ্য দিয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ১০টি গরু ও ১৫টি খাঁসি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। এ ছাড়া হিন্দু -মুসলিম আলাদা আলাদাভাবে প্যান্ডেলে খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মেঘনা ব্যাংকের পরিচালক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, আমেনা-নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, আন্তর্জাতিক ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আল জামান সিআইপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়র্কভিল ইউনিভার্সিটি কানাডার এসোসিয়েট রেজিস্ট্রার ড. আমিন আল জামান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষ্যে আমরা তাদের জীবনী নিয়ে স্মৃতিচারণ করি, আজ আমরা মর্মাহত, ব্যথিত, আমরা এই দিনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, আজ আমরা তাদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব, শেখ হাসিনার যেন দীর্ঘজীবী হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ মিয়া, বাংলাদেশ টেলিকমনিকেশনের সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজির আহমেদ মুকুল, ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য সানোয়ার হক সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেওয়ান মোসলেম উদ্দিন (মুসা) ও যুবলীগ নেতা জাকারিয়া দিপুসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়, এ দেশের সব শহীদের জন্য দোয়া করা হয়, মুক্তিযুদ্ধাদের জন্য দোয়া করা হয়, পরে বিকাল ৬টার সময় সবাই উপস্থিতিতে ভুঁড়িভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত