ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার চার

দিনাজপুরে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার চার

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ ৪ শীর্ষ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের জন্য একটি প্রাইভেট কার জব্দ করা হয়। র‌্যাব-১৩-এর দিনাজপুর সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৫৫ কেজি গাজাসহ শীর্ষ ৪ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানার অলিরবাড়ী মহল্লার মৃত ইয়াকুব আলীর ছেলে প্রাইভেটকার চালক মো. ইউসুফ, ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানার গোপালপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. শামীম এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানার গোলাপ বাগের মৃত শাহজাহানের চেলে আবু বকর সিদ্দিক ও শহরের মুন্সিপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে আজিজুল হাকিম বাধন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার আসামি জানান, তারা দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গত মঙ্গলবার রাতে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে চার মাদককারবারিকে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত