ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লোকসানের মুখে বন্ধ ফেনীর পৌর গ্রিন টাউন সার্ভিস

লোকসানের মুখে বন্ধ ফেনীর পৌর গ্রিন টাউন সার্ভিস

লোকসানে পড়ে বন্ধ হয়ে গেছে ফেনী পৌর এলাকায় গরিবের পরিবহন হিসেবে পরিচিত গ্রিন টাউন সার্ভিস। ২নং রুটে চালু থাকলেও প্রায় ৭ থেকে ৮ মাস ধরে ফেনী ১নং রুটে বন্ধ রয়েছে গ্রিন টাউন সার্ভিস পরিবহন। এই গণপরিবহন না থাকায় তেমন ভোগান্তি সৃষ্টি না হলেও যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করায় এর প্রয়োজনীয়তা অনুভব করছেন তীব্রভাবে। জানা যায়, পৌর এলাকায় বাস ও সিএনজির ভাড়া সমন্বয়হীনতা।

অনুমোদনের চেয়েও অবৈধ উপায়ে অতিরিক্ত সিএনজি প্রবেশ এবং ট্রাফিক পুলিশ সেগুলোর তদারকি না করা। অবৈধ টমটম ও অটোরিকশা। গাড়ির পার্টসের দাম বৃদ্ধি ও বাস শ্রমিক সংকট। এ সব সংকট ছাড়াও তেল ও গ্যাসের দ্বিগুণ দাম বৃদ্ধি হওয়ায় শ্রমিকদের দিয়ে মালিকের জন্য কিছুই থাকে না। একাধিক বাসমালিক ও চালকের সঙ্গে কথা বলে জানা যায়, এখন শুধু লালপোল থেকে হাসপাতাল মোড় রুটে টাউন সার্ভিসের বাস চলছে। বাসের সংখ্যাও আগের তুলনায় অর্ধেকে নেমেছে। যেগুলো চলাচল করছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে-শাদি ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়। শহরে বাস সার্ভিস এখন বন্ধের পথে। গ্রিন টাউন সার্ভিস মিনিবাস মালিক সমিতির সেক্রেটারি মো. জামাল উদ্দিন বলেন, সদর হাসপাতাল টু তেমুহানি ১নং রুটে আমাদের সকল বাস ডিজেলে চলে। এ রুটে প্রতি গাড়ি দিনে ১০ ট্রিপ মারতে খরচ হয় ২২ লিটারের অধিক ডিজেল। ২২ লিটার হিসাবে যার দাম হলো- ২ হাজার ৪২০ টাকা। কিন্তু আমাদের আয় হয় দিনে মাত্র ৩ হাজার টাকা। তাহলে এ থেকে শ্রকিমরা কী পাবে, আর মালিকদের কী দেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত