টাঙ্গাইলে আরো ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

সারা দেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন।

গতকাল বুধবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন, নাগরপুর উপজেলায় আটজন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় তিনজন আর ধনবাড়ী উপজেলায় রয়েছেন চারজন। তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ৯৬৬ জন।

বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮ জন রোগী। মারা গেছেন একজন।