ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত

দিনাজপুরে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। দিনাজপুরের সিভিল সার্জন এএইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী জানান, গতকাল ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। এ পর্যন্ত আক্রান্ত ৩৯৫ জনের মধ্যে ৩৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। সিভিল সার্জন বলেন, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ১৯ জন পুরুষ ও আটজন মহিলা। ঢাকা ফেরত ২২ জন ও দিনাজপুরে স্থানীয়ভাবে আক্রান্ত পাঁচজন হাসপাতালে ভর্তি হন। এদিকে গত বুধবার দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে পড়ে থাকা পরিত্যক্ত দইয়ের পাতিল থেকে এডিস মশার লার্ভা উদ্ধার করা হয়। দিনাজপুরে লার্ভা উদ্ধারের এটিই প্রথম ঘটনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত