ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে খেলার মাঠ দখল করে ব্যবসা

সীতাকুণ্ডে খেলার মাঠ দখল করে ব্যবসা

খেলার মাঠেও সকুনের চোখ পড়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি খেলার মাঠ দখল করে গাড়ীর গ্যারেজ, মুরগির ব্যবসা, দোকান ও স্থাপনা নির্মাণের মালামাল রেখে দখল করে আছেন স্থানীয় এক প্রভাবশালী লোক। বলছি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেটসহ টিএনটি মাঠের কথা। গত প্রায় ৪ বছর আগেও এই মাঠটিতে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করত এলাকার ছেলেরা। কিন্তু বর্তমানে শতবর্ষী এই টিএনটি মাঠে কোনো খেলাধুলা করতে পারছে না এলাকার স্কুল-কলেজের ছাত্ররা। এতে এলাকার কিশোর যুবকদের মনের শান্তি বিনষ্ট হয়ে গেছে। শামসুল আলম নামের এলাকার এক প্রভাবশালী লোক জোরপূর্বক এ খেলার মাঠটি দখল করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে মাসে আয় করছেন লাখ লাখ টাকা। অথচ আগে স্থানীয় এই মাঠটিতে প্রতিদিন খেলাধুলার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন হতো। টিএনটি খেলার মাঠটি দখল হয়ে যাওয়ায় স্থানীয় স্কুল-কলেজের ছাত্ররা নিয়মিত চর্চার অভাবে শরীর গঠন ও প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। তাই মাঠটি উদ্ধারে এলাকার কিশোর ও যুবকরা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনকে লিখিত অভিযোগ দেন। শাহাদাত হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খেলার মাঠ কোন অবস্থায় কেউ দখল করে রাখতে পারবে না। মাঠটি দখলবাজদের কাছ থেকে উদ্ধার করে পুনরায় খেলার উপযোগী করে দেওয়া হবে। আমি স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এ বিষয়ে বিটিসিএল চট্টগ্রাম অফিসের উপমহাব্যবস্থাপক মো. অহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা জেনেছি স্থানীয় কিছু লোক মাঠের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রেখেছে। আমরা কাউকে মাঠটি ভাড়া কিংবা ইজারা দেইনি। যতদ্রুত সম্ভব মালামালগুলো সরিয়ে নিতে আমাদের বিটিসিএল বিএমএ স্টাফ প্রতিনিধি আলমগীরকে নির্দেশ প্রদান করেছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন বলেন, আমি এবং ৬নং ওয়ার্ড মেম্বার অহিদুল আলমসহ উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মহোদয়কে সঙ্গে নিয়ে মাঠটি পরিদর্শন করেছি, তিনি মাঠটি খালি করার নির্দেশ দিয়েছেন। ইউএনও মহোদয়ের নির্দেশ মোতাবেক স্থানীয় দখলদারদের বিভিন্ন জিনিসপত্র খুলে নিয়ে যেতে বলেছি, তা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত