নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী তথ্য কর্মকর্তার মৃত্যু

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে জেলা সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার দেবীর ডাঙ্গা সড়কের রেল ঘুমটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মণের ছেলে। পুলিশ জানায়, সকালে অনেকটা সময় তিনি রেললাইনে হাঁটাহাঁটি করেন। ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি লাইনের ওপর বসে পড়েন। আশপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে। পরে প্রকাশ চন্দ্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, পরিবারের তথ্য মতে প্রকাশ চন্দ্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা যাওয়া কথা ছিল। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।