ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হজরত হাজী হাফেজ ছৈয়দ ওয়ারেছ আলী শাহ (র.)

ওরস শরিফ উপলক্ষ্যে ওয়াজ মাহফিল

ওরস শরিফ উপলক্ষ্যে ওয়াজ মাহফিল

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে হজরত হাজী হাফেজ ছৈয়দ ওয়ারেছ আলী শাহ (র.)-এর ওসছ শরিফ উপলক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নলতা শরিফ শাহী জামে মসজিদে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। বাদ এশা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মিশনের সভাপতি আলহাজ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (এমপি)। কোরআন তেলায়াত ও মিলাদ পরিচালনা করেন মৌ. মো. আব্দুল হাকিম ও হাফেজ মো. হাবিবুর রহমান। কেন্দ্রীয় মিশনের নির্বাহী সদস্য আলহাজ মো. আবুল ফজলের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা মো. রহমত আলী (শিক্ষক দ্বিনিয়া মাদ্রাসা), মুফতি মো. আশিকুর রহমান (প্রধান শিক্ষক, খান বাহাদুর আহ্ছান উল্লা ইনস্টিটিউট), আলহাজ এএফএম এনামুল হক (কার্য নির্বাহী সদস্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), শফিকুল আনোয়ার রন্জু (নলতা শরিফ) আলহাজ আলমগীর খান। মাহফিলের প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা মো. আবু সাঈদ জিহাদী (খতিব, নলতা শরিফ শাহী জামে মসজিদ) তিনি বলেন হাজী হাফেজ ছৈয়দ ওয়ারেছ আলী শাহ (র.) ছিলেন রসুল (স.) এর আওলাদ ও রসুল (স.) এর একখণ্ড নূর। ছৈয়দ ওয়ারেছ আলী শাহ্ (র.) চেহারা থেকে সব সময় নূরের ঝলক বয়ে যেত। তিনি ২ বছরে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। তিনি জীবনে ১৭ বার হজব্রত পালন করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা মো. আবু সাঈদ জিহাদী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত