ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লোকবল সংকট

মাধবপুরে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত

মাধবপুরে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত

অর্ধশতাধিক শূন্যপদ ও অবকাঠামো সংকট নিয়ে চলছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পরিকল্পনার সেবা কার্যক্রম। ১৩৮টি পদের মধ্যে ৫৫টি পদ শূন্য ও পর্যাপ্ত অবকাঠামো না থাকায় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম যথাযথভাবে জনসাধারণের দোড়গোড়ায় প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের তথ্য অনুযায়ী জানা যায়, মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিজস্ব একটি গোডাউন ব্যতীত কোনো ভবন নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এবং উপজেলা পরিষদের তিনটি কক্ষ বরাদ্দ নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে নিজস্ব স্থাপনা রয়েছে বাকি ৪টি ইউনিয়নের মধ্যে তিনটিতে স্ব্যাস্থ্য বিভাগের ভবন ব্যবহার করছে আর একটি ইউনিয়ন হলো আন্দিউড়া, সেই ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কোনো নিজস্ব স্থাপনা না থাকায় উক্ত ইউনিয়ন পরিষদের ভবনের একটি কক্ষ ব্যবহার করছে। ফলে উপজেলার সবচেয়ে বেশি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই ইউনিয়নের জনগণ। মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একজন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একজনের মধ্যে একজনই নেই, মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) দুইজনের মধ্যে একজন আছে, মেডিকেল অফিসার (পরিবার কল্যাণ) একজনের মধ্যে একজনই নেই, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা একজনের মধ্যে একজনই নেই, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৭ জনের মধ্যে একজন আছে, ফার্মাসিস্ট ৭ জনের মধ্যে দুইজন আছে, পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০ জনের মধ্যে ১২ জন আছে, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী তিনজনের মধ্যে দুইজন আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা: একজনের মধ্যে একজনই আছে, পরিবার কল্যাণ সহকারী ৫৭ জনের মধ্যে ৩৮ জন আছে, অফিস সহায়ক- দুইজনের মধ্যে একজন আছে, নিরাপত্তা প্রহরি ৭ জনের মধ্যে পাঁচজন, দাই-কাম নার্স দুইজনের মধ্যে একজনও নেই, আয়া ১২ জনের মধ্যে ৯ জন আছে, মিডওয়াইফ- একজনের মধ্যে একজন আছে, পিয়ন কাম চৌকিদার-একজন এবং সুইপার- একজনের মধ্যে কেই নেই। ৫৫টি পদ শূন্য থাকায় তিনজনের কাজ একজনকে করতে হচ্ছে। মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদ্য যোগদানকৃত নারায়ণ চন্দ্র জানান অবকাঠামো এবং জনবল সংকটে পর্যাপ্ত সেবা দেয়া যাচ্ছে না। তবে ভবন ও জনবল সংকট থাকলেও পর্যাপ্ত জন্মনিয়ন্ত্রণ উপকরণ ও ওষুধ রয়েছে। অবকাঠামো ও জনবল সংকটের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছেন আগের অফিসার। গত ১৩ জুলাই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক, জালাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে মাধবপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ পারভেজকে চুনারুঘাট আর চুনারুঘাট পরিবার পরিকল্পনা অফিসার নারায়ণ চন্দ্র দত্তকে মাধবপুরে বদলি করা হয়। উপজেলার প্রায় ১৬ লাখ জনগণকে লোকবল সংকট থাকার কারণে সেবা দিতে হিমসিম খাচ্ছে মাধবপুর পরিবার পরিকল্পনা অফিস। সেখানে অসুস্থ একজন অফিসারকে দিয়ে উপজেলা এতো বড় জনগোষ্ঠীকে সেবা দেয়া কোনোভাবেই সম্ভব না। উল্লেখ্য, নারায়ণ চন্দ্র দত্তের বাড়ি মাধবপুর উপজেলায়, তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসেস রোগে ভুগছেন। তিনি চলাফেরাসহ নিজের স্বাক্ষরই ভালোভাবে দিতে পারেন না। তিনি কীভাবে অফিসসহ মাঠের কাযর্ক্রম চালাবে এমন প্রশ্ন উপজেলাবাসীর। এতে মাধবপুর পরিবার পরিকল্পনার সেবা আরো বেশি ব্যাহত হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত