ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে শোকসভার দোয়া মাহফিল জনসমুদ্রে পরিণত

ধামরাইয়ে শোকসভার দোয়া মাহফিল জনসমুদ্রে পরিণত

ঢাকার ধামরাইয়ে মাসব্যাপী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের দোয়া অনুষ্ঠানের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ৪৮তম শাহাদতবার্ষিকী উদযাপন যথাযোগ্য মর্যাদায় পালন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল ৩টার সময় কালামপুর আঞ্চলিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কালামপুর ভালুম আতাউর রহমান খাঁন স্কুল ও কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়, এ সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ খালেদ মাহসুদ খাঁন লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথিতির বক্তব্যে বেনজির আহমদ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে হবে, দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে আগামী ১৮ বছরের মধ্যে বাংলাদেশ ইউরোপে রূপান্তরিত হবে, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে এ দেশ একশ’ বছর পিছিয়ে যাবে, তাই এ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে, আবার নৌকায় ভোট দিতে হবে, এ সরকারের আরো বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মিজানুর রহমান মিজান। ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ। মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা।

ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, ভালুম আতাউর রহমান খাঁন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল-মামুন। কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোমভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহার আলী। ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আয়ুব। ধামরাই উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আহাম্মদ আলী, সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন। ধমরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়, এ দেশের সব শহীদের জন্য দোয়া করা হয়, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়। পরে বিকাল ৬টার সময় ১৩০ ড্যাগ বিরিয়ানি দিয়ে সব উপস্থিতির ভূরিভোজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত