ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত

বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডা দরবার শরীফ থেকে একটি বাসে ভক্তদের নিয়ে ফেরার পথে কিশোরগঞ্জে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুরে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহণের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে যান। গতকাল বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনের পাশের খাদে পড়ে যায়।

এতে শিশু ও নারীসহ প্রায় ২০ ভক্ত আহত হয়।

এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আমাদের ফায়ার সার্ভিসের দল বাসটি ভিতরে চেক করেছে। ভিতরে কেউ নেই।

বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর খাদে কেউ ডুবে গেছে কি না, পরীক্ষার জন্য ডুবরি দল অভিযান চালাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত