ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার

পশ্চিম সুন্দরবনের নদী-খালে চোরাইভাবে চলছে কাঁকড়া শিকার। বর্তমানে মাছ, কাঁকড়ার পাস পারমিট বন্ধ রয়েছে। তারপরও থামছে না অবৈধ ভাবে মাছ, কাঁকড়াসহ হরিণ শিকার। সরেজমিন ঘুরে দেখা গেছে, গোলখালী, আংটিহারা, জোড়শিং, পাতাখালী, ঘড়িলাল, চরামুখা, পাথরখালী, ৬নং কয়রা, তেতুলতলা, মহেশ্বরীপুর এলাকায় সুন্দরবনের কাঁকড়া প্রকাশ্যে বেচাবিক্রি চলছে। ঘড়িলাল বাজারে বিপুল মন্ডলের ডিপোয় প্রতিদিন সকালে মণ মণ সুন্দরবনের কাঁকড়া বেচাবিক্রি করছেন জেলেরা। গতকাল রোববার সকালে বিপুলের ডিপোয় আংটিহারা গ্রামের জেলেরা ৪ বস্তা কাঁকড়া বিক্রি করতে নিয়ে যায়। এসব জেলের কাছে জানতে চাইলে তারা জানান, আন্দরমানিক, বজবজা, গেওয়াখালী, ভোমরখালী বন ফাঁড়ির বনরক্ষীদের উৎকোচ দিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকার করছেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ইনচার্জ বিল্লাল হোসেন বলেন, ঘড়িলাল এলাকা আমার আওতায় না। এটা কোবাদক ফরেস্টের আওতায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত