ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ, গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর ২ আংশিক সাংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবদুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি হাফিজ উল্যা, চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, উত্তর জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ অত্র থানা আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু কুচক্রী মহল ক্ষমতার লোভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সপরিবারে সবাইকে নির্মমভাবে হত্যা করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি ইতিহাসের রাখাল রাজা জাতির জনক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের, ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ৫ হাজার মানুষ গণভোজে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত