পাথরঘাটায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় চাতালে অভিযান চালিয়ে ২০ হাজার কেজি (৫০০ মণ) হাঙ্গর মাছের শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার দুপুরে পাথরঘাটা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পাথরঘাটা এম মাসুদুর রহমান মোসুদের নেতৃত্বে গতকাল রোববার দুপুর বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা খাল সংলগ্ন বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি শুঁটকি পল্লীর চাতাল থেকে ৫০০ মণ হাঙ্গর মাছের শুঁটকি জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এ সময় চাতালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা হাঙ্গরের শুঁটকি পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা মো. মহিবুর রহমানের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়। এ বিষয়ে পাথরঘাটা স্টেশন কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল বলেন, অবৈধ হাঙ্গর মাছের শুঁটকি উদ্ধারের সময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ শুঁটকি মাটিতে পুঁতে ফেলা হয়। এ বিষয়ে বরগুনা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, আমাদের পক্ষ থেকেও বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান চলমান। ঢাকা আগারগাঁওয়ে বন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, বন বিভাগ আইনে সব ধরনের শাপলাপাতা ও হাঙ্গর মাছ ধরা, পরিবহন, আমদানি-রপ্তানি, দখলে রাখা ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা আইন অমান্য করে প্রকাশ্যে নিষিদ্ধ মাছ বিক্রি করছে, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ব্যবস্থা নেওয়া হবে।