ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেবীগঞ্জে ৯ ভারতীয় গরুসহ আটক চার

দেবীগঞ্জে ৯ ভারতীয় গরুসহ আটক চার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশি অভিযানে ৯টি ভারতীয় গরুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আটক চারজনকে গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী এলাকার গরু ব্যবসায়ী আমির হোসেন (৬০), একই উপজেলার পূর্ব আমবাড়ি এলাকার ট্রাক চালক ফরিদ উদ্দীন (২৩), গরু ব্যবসায়ী আমিরের সহকারী গোমনাতী এলাকার আবু সাঈদ (৩২) ও দক্ষিণ আমবাড়ী এলাকার আদম ইসলাম (২০)। এর আগে তাদেরকে গত শনিবার সকালে দেবীগঞ্জ পৌরসভার দেবীগঞ্জ চীন মৈত্রী সেতু এলাকা থেকে একটি ছোট ট্রাকে বহন করা ৯টি গরুসহ গ্রেফতার করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পারি জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ৯টি ভারতীয় গরু একটি ছোট ট্রাকে করে নীলফামারী জেলার ডোমার উপজেলায় নেয়া হচ্ছে। খবরটি জানার সাথে সাথে উপজেলার চীন মৈত্রী সেতু এলাকায় অভিযান চালিয়ে ৯টি গরু ও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বাদী হয়ে আমির হোসেনকে প্রধান আসামি করে ওই ৪ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। গতকাল রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, গরুগুলো আটকের পর কাগজ দেখতে চাইলে তারা কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেন নি। আমির হোসেনের কথায় অসামঞ্জস্যতা দেখা গেছে। মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে তাদের আদালতে তোলা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতে খারুল ইসলাম মোকাদ্দেম বলেন, এ ঘটনায় আমরা গরুগুলো আটকসহ একটি ছোট ট্রাক জব্দ করেছি। আটক হওয়া গরুগুলো পরবর্তীতে কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত