ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য ডাটাবেইজ কার্যক্রম

বিচারপতি নিজামুল হক নাসিম
সাংবাদিকদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য ডাটাবেইজ কার্যক্রম

সারাদেশের সাংবাদিকদের এক শৃঙ্খলার মধ্যে এনে সংবাদপত্রের নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে পেশার মর্যাদা, নিরাপত্তা ও সুনামকে বজায় রাখার জন্য প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেইজ কার্যক্রম শুরু করেছে। সাংবাদিকদের বেতন না দিয়ে কোনো সম্পাদক সুবিধা ও নাম জাহির করার সুযোগ পাবেন না। গতকাল সোমবার সকালে দিনাজপুর সার্কিট হাউসে কনফারেন্স হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এ কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে সাংবাদিকতার নীতিমালা শীর্ষক বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলী। দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান অতিথি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের মান সংরক্ষণ, পেশাগত উন্নয়ন ও মর্যাদা রক্ষার জন্য ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করে সাংবাদিকদের পেশাগত সুরক্ষার মহতি উদ্যোগ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত