ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় চারজন হতাহত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় চারজন হতাহত

যশোরের কেশবপুরে গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের প্রথমে কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তাদের অবস্থার অবনতি দেখা দিলে আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এখানে নেয়ার পর আব্দুল কুদ্দুস (৫০) নামে বাইসাইকেল আরোহী মারা গেছে। আহতদের মধ্যে আব্দুস সালাম ও আব্দুল কুদ্দুসের অবস্থা আশংকা জনক। হাসপাতাল ও সড়ক দুর্ঘটনায় আহত রবিউল ইসলাম বলেন, সোমবার (২১ আগস্ট) সকালে একটি মোটর সাইকেল যোগে তারা তিনজন খুলনা জেলার কয়রা উপজেলায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। এরপর সন্ধার দিকে ওখান থেকে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর আলতাপোল নামক স্থানে পৌঁছাইলে রাত ৮টার দিকে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে চলে যাওয়ার সময় তাদের সামনে থাকা অপর বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে মাইক্রো বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলে থাকা ঝিগকগাছা উপজেলার পুরুন্দরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুস সালাম (৪৭), আ. সামাদের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও আনার সরদারের ছেলে আব্দুল আলিমসহ (৫৫) বাইসাইকেল চালক কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের খেজের মুন্সির ছেলে আব্দুল কুদ্দুস (৫০) গুরুতর আহত হন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তাদের অবস্থার অবনতি দেখা দিলে আহত ৪ জনকেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এখানে চিকিৎসারত থাকা অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যায়। এছাড়া আহত আব্দুল আলিম ও সালামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এখানে সালামের অবস্থার মারাত্নক অবনতি হওয়ায় তাকে ঢাকায় চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক। কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করার পর, অবস্থার অবনতি হওয়ায় আহতদের যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এরমধ্যে আব্দুল কুদ্দুস মারা গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত